Skip to main content

Posts

Showing posts from January, 2014

ঢাকার কিছুএলাকা ও রাস্তার নামকরনের কারণঃ

মালিবাগ সে সময় একদল মালি তাদের পরিবার নিয়ে যে এলাকায় বাস করতেন। ঢাকা একসময় আসলে ছিল বাগানের শহর। বাগানের মালিদের ছিল দারুণ কদর। বাড়িতে বাড়িতে তো বাগান ছিলই, বিত্তশালীরা এমনিতেও সৌন্দর্য্য পিপাসু হয়ে বিশাল বিশাল সব ফুলের বাগান করতেন। এলিফ্যান্ট রোড বিস্তৃর্ণ ফাঁকা এলাকায় পিলখানার হাতিগুলোকে চড়ানো হত আর আশেপাশের খালে হাতিগুলোকে গোসল করানো হত। যে রাস্তা দিয়ে পিলখানার হাতিগুলোকে রমনার মাঠে আনানেয়া করা হত সে রাস্তাটাই এখন এলিফ্যান্ট রোড নামে পরিচিত। ফার্মগেট বৃটিশ সরকার কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য এখানে একটি খামার তৈরি করেছিল। সেই খামারের প্রধান ফটক থেকে এলাকার নাম ফার্মগেট হলো। ধানমন্ডি এখানে এককালে বড় একটি হাট বসত। হাটটিতে ধান ও অন্যান্য শস্য বিক্রি হত।  ধান ও মণ্ড থেকে ধানমন্ডি। কাকরাইল ঊনিশ শতকের শেষদশকে ঢাকার কমিশনার ছিলেন বৃটিশ অফিসার মিঃ ককরেল। তখন ইংরেজ কমিশনারদের নামে রাস্তার নামকরণ করার রেওয়াজ ছিলো। সেই ককরেল রোড থেকে কালক্রমে এলাকার নাম হয়ে যায় কাকরাইল। টিকাটুলি এক সময় হুক্কা টানার বেশ চল ছিল এইদেশে। আর ঢাকার এই এলাকা ছিল হুক্কার ‘টিকা’ তৈরির জন্য বিখ্যাত।...