Skip to main content

Posts

Showing posts from August, 2016

দেশের প্রথম এলএনজি টার্মিনাল

রাষ্ট্রীয় তেল ও গ্যস কোম্পানি পেট্রোবাংলা বঙ্গপোসাগরের মহে শ খালি দ্ব ী পে ভাসমান , সংরক্ষন ও রি - গ্যাসিফিকেশন ইউনিট স্থাপনের উদ্দেশ্যে এক্সেলেরেট এনার্জি বাংলাদেশ লিঃ সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ মন্ত্রানালয় এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাংলার সাথে এক্সেলেরেট এনার্জি দুইটি চুক্তি স্বাক্ষর করে।   চুক্তিটির ফলে টার্মিনালটি সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ১৫ বছর ব্যবহার করতে পারবে। তবে শিল্প উন্নয়নের জন্য বাংলাদেশের আরও ৩৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। তাইজন্যে সরকার স্থলভিত্তিক আরও চারটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে এবং আরও ভাসমান টার্মিনাল নির্মানের চিন্তাভাবনাও আছে। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পরেই এলএনজি টার্মিনাল তৈরীর প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু বিভিন্ন কারনে প্রকল্পটি বাস্তবায়ন করতে দেরী হয়।