Skip to main content

Posts

Showing posts from 2015

দুর্যোগের সময়ে

দুর্যোগ যেকোন সময়ে যেকোন স্থানে আঘাত হানতে পারে।এজন্য সবার প্রস্তুতি থাকাটা জরুরী।দুর্যোগের জন্য কয়েকটি জিনিস মৌলিক চাহিদার পুরন করার জন্য প্রস্তুত রাখা উচিত। ১. পানি আপনি যদি তিনতি নিতীর কথা-অক্সিজেন ছাড়া তিন দিন, পানি ছাড়া তিন দিন, খাবার ছাড়া তিন সপ্তাহ-এই তিনটি নীতির কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি বুঝবেন পরিস্কার পানির কতটা গুরুত্ব।রান্না করতে, পান করতে এবং সাধারন স্যানিটেশনের জন্য পানি অপরিহার্য।পরিস্কার বোতলে আপনি পানি জমিয়ে রাখতে পারেন।যদি পর্যাপ্ত যায়গা থাকে তবে আপনি আরও বড় কোন কন্টেইনারের কথা ভাবতে পারেন।পানি বিশুদ্ধ করার জন্য হাতের কাছে কিছুটা ব্লিচ রাখতে পারেন।আট ফোটা ব্লিচ এক গ্যালোন পানি পরিশুদ্ধের জন্য যথেষ্ট। ২. সাময়িক বাসস্থান দুর্যোগের কারনে বাসস্থান ধ্বংশ হয়ে গেলে সাময়িক বাসস্থানের প্রয়োজন হয়।এরকম পরিস্থিতে সহজে বহনযোগ্য ও স্থাপনযোগ্য সাময়িক বাসস্থান পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে এবং বাড়ি পূনঃর্নিমাণ না হওয়া পযর্ন্ত আশ্রয় প্রদান করে থাকে। ৩. খাবার যেগুলো রান্না করার প্রয়োজন নেই খাবার ছাড়া একটি মানুষ তিন সপ্তাহ পযর্ন্ত বেচে থাকতে পা

বেকারত্ব ও বৈষম্য – দুইটি অপ্রয়োজনীয় আত্মীয়

বেকারত্ব ও বৈষম্য একে অপরের আত্মীয়স্বজনের মত, বেকারত্বই বেশি প্রভাবশালী।একটি সমাজে একটানা বেকারত্ব গঠনগত ভাবে ও অর্থনৈতিক ভাবে বৈষম্যের সৃষ্টি করে। যদিও প্রথম বিশ্বের দেশেগুলোতে বেকারত্বের জন্য বিমা করা আছে, কিন্তু এটি শুধুমাত্র একটি  নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য ।কিন্তু উন্নয়নশীল দেশ এবং  নিম্ন উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যেখানে সরকার বেকার জনগোষ্ঠীর তদারক করতে ব্যর্থ হয় সেখানে বৈষম্যের দুর্দশা  উচ্চ গতিতে বৃদ্ধি পেতে থাকে। বেকারত্ব ও বিল পরিশোধে ব্যর্থতার কারনে সকলে না হলেও অধিকাংশ মানুষ ধার নিতে শুরু করে যা ভবিষ্যতে তাদের জন্য আরো বোঝা হয়ে উঠে।ঋন নিতে শুরু করা এবং অবশেষে ফেরত দিতে ব্যর্থ হওয়ার এই ঋন চক্র প্রকৃতপক্ষে কৃষ্ণ গহবর হিসেবে কাজ করে। জটিল অর্থনৈতিক ব্যবস্থার কারনে এখান থেকে তারা সহজে নিস্কৃতি পায় না। মাঝে মাঝে এই প্রক্রিয়া প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে।প্রকৃতপক্ষে এটি ঋণদাতা ও গ্রহীতা মধ্যে আরো বৈষম্য সৃষ্টি,অতঃপর সার্বিক বৈষম্য বৃদ্ধি করে। বেকারত্বের লক্ষ্যনীয় হার দেশের সম্পদের সঠিক ব্যবহারের অক্ষমতাকে নির্দেশ করে। অধিকন্তু আরো ইঙ্গিত করে ব্যবস্থাটি যথাযথভাবে কাজ

একটি উন্নত অর্থনীতির জন্য রেলওয়ে এর উন্নয়ন প্রয়োজন

আধুনিক পদ্ধতি ও বিদ্যুতায়ন আমাদের মত জনবহুল দেশের চাহিদাগুলো পূরণ করতে পারে । অথচ এগুলোর অভাবে বাংলাদশে রেলযোগাযোগ যথাযথভাবে বাবহৃত হচ্ছে না । একটি উন্নত নেটওয়ার্ক যেখানে দ্রুত ও কার্যকরীভাবে সর্বস্তরের যোগাযোগ রক্ষা করতে পারে সেখানে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ এর অপচয় । নতুন পদ্ধতি ও বিদ্দ্যুতায়ন এর দ্বারা সর্বোপরি গতি বৃদ্ধি ও উন্নত সেবার মাধ্যমে রেলওয়ে ক্ষেত্র যে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে তা পূরণ করা সম্ভব । Building Board gauge ভিত্তিক নতুন নির্দেশনাগুলো meter gauge তুলনায় যথেষ্ট উন্নত । এর সঠিক বাস্তবায়ন বাংলাদেশকে Trans-Asian Railway(TAR) নেটওর্য়াকে সামিল হতে সাহায্য করবে । তাছাড়া সর্বোপরি গতি ও সেবা উন্নত করলে তা দেশের অর্থোনীতির জন্যও লাভজনক হবে । এর ফলে মানুষকে শহর এর বাইরে থাকতে আগ্রহী হয়ে উঠবে যা ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাবে । দ্রুত দেশের যেকোন জায়গায় যাওয়া সম্ভবভ হলে তা আমাদের মত দেশের জন্য তার বিপুল জনসংখ্যার যথাযথ ব্যবহার নিশ্চিত কর

নিয়ম লঙ্ঘন করে ঋণের উপর সুদ মওকুফ করছে জনতা ব্যাংক

এক তদন্ত অনুযায়ী জনতা ব্যাংক বিগত দুই বছরে নিয়ম ভঙ্গ করে ৩০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এটা ঘটলো এমন সময় যখন সরকার জনগনের অর্থ বিনিয়োগ করে মুলধন পুঁজি করে অর্থনীতির পুনরুদ্ধারের চেষ্টা করছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের অধিকর্তাগন ঋনের উপর সুদ মওকুফ করলেন নিয়ম ভঙ্গ করে। সরকার ২০১৩ সালে ব্যাংকটিকে ৮১৪ কোটি টাকা মুলধন দিলেও ব্যাংকটিতে ১৬২০ কোটি টাকার মুলধনের ঘাটতি আছে । সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তদন্তে সনাক্ত হয়েছে যে বিগত বছর ব্যাংকটি ৩১৮ কোটি টাকার সাময়িক ঘাটতি ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সূত্ত্র অনুযায়ী সম্প্রতি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা   দ্বি-শিল্প ঋনের উপর ১০ কোটি টাকা সুদ মওকুফ করবে যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদি বাংলাদেশ ব্যাংক অনুমোদন বাড়াতে অস্বীকার করে তাহলে অর্থমন্ত্রনালয়ের সুদ মওকুফ নীতি অনুসরন করে জনতা ব্যাংক সুদ মওকুফের সিদ্ধান্ত গ্রহন করতে পারে। সুদ মওকুফের নীতিমালা অনুযায়ী ব্যাংকের বোর্ড তহবিলের পুনরুদ্ধার খরচ নিশ্চিত করে ঋনের উপর সুদ মওকুফ করতে পারবে। তবে এ নীতি কোন ব্যাংককে আয় কমিয়ে সুদ মওকুফের   অনুমতি দেয়না । এর আগে জনতা ব্যাংক গ