Skip to main content

Posts

Showing posts from September, 2015

একটি উন্নত অর্থনীতির জন্য রেলওয়ে এর উন্নয়ন প্রয়োজন

আধুনিক পদ্ধতি ও বিদ্যুতায়ন আমাদের মত জনবহুল দেশের চাহিদাগুলো পূরণ করতে পারে । অথচ এগুলোর অভাবে বাংলাদশে রেলযোগাযোগ যথাযথভাবে বাবহৃত হচ্ছে না । একটি উন্নত নেটওয়ার্ক যেখানে দ্রুত ও কার্যকরীভাবে সর্বস্তরের যোগাযোগ রক্ষা করতে পারে সেখানে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ এর অপচয় । নতুন পদ্ধতি ও বিদ্দ্যুতায়ন এর দ্বারা সর্বোপরি গতি বৃদ্ধি ও উন্নত সেবার মাধ্যমে রেলওয়ে ক্ষেত্র যে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে তা পূরণ করা সম্ভব । Building Board gauge ভিত্তিক নতুন নির্দেশনাগুলো meter gauge তুলনায় যথেষ্ট উন্নত । এর সঠিক বাস্তবায়ন বাংলাদেশকে Trans-Asian Railway(TAR) নেটওর্য়াকে সামিল হতে সাহায্য করবে । তাছাড়া সর্বোপরি গতি ও সেবা উন্নত করলে তা দেশের অর্থোনীতির জন্যও লাভজনক হবে । এর ফলে মানুষকে শহর এর বাইরে থাকতে আগ্রহী হয়ে উঠবে যা ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাবে । দ্রুত দেশের যেকোন জায়গায় যাওয়া সম্ভবভ হলে তা আমাদের মত দেশের জন্য তার বিপুল জনসংখ্যার যথাযথ ব্যবহার নিশ্চিত কর