Skip to main content

Posts

Showing posts from April, 2022

সেনাপ্রধান দোহারে পদ্মার তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেছেন

  সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর প্রকৌশল ইউনিটের অধীনে চলমান পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। প্রকল্পটি ঢাকার দোহারে অবস্থিত। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান  এ সময় উপস্থিত ছিলেন। দোহারের মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে।  প্রকল্পটি সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে । প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান। প্রকল্পে দুটি মূল কাজের একটি পদ্মা নদীর বাম তীর ঘেঁষে ৬ কিলোমিটার বাঁধ প্রতিরক্ষা এবং অপরটি হচ্ছে ১২ দশমিক ২০ কিলোমিটার ড্রেজিং। ইতোমধ্যে ৬ কিলোমিটার এলাকায় জিওব্যাগ ‘ডাম্পিং’ ও ‘প্লেসিং’ এর মাধ্যমে দোহার এলাকাকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করা হয়েছে। সেই সাথে ৬ কিলোমিটার স্থায়ী বাঁধ প্রতিরক্ষা কাজের ৩ পয়েন্ট ৪৮ কিলোমিটার সম্পন্ন হয়েছে। প্রকল্পটি ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর একনেকে অনুমোদিত হয়। পরের বছর