Skip to main content

Posts

Showing posts from January, 2017

সাভারের জাতীয় স্মৃতিসৌধের সাতটি চুড়া

কেউ কেউ হয়ত বলবে যে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সাতটি চুড়া বাংলাদেশের সাত বীর শ্রেষ্ঠর প্রতিনিধিত্ব করে । আবার অনেকে হয়ত এ বিষয়ে দ্বিমত পোষন করে বলবে সাতটি চুড়ার দ্বারা বাংলাদেশের সাতটি বিপ্লবকে বুঝায় যেগুলো হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন , ১৯৫৪ , ১৯৫৮ , ১৯৬২ , ১৯৬৬ , ১৯৬৯ এর গণআন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ । এটার ব্যাখ্যা একেক জনের কাছে একেক রকম হতে পারে যেহেতু স্মৃতিসৌধটি সার্বজনীন । একটি মজার বিষয় হলো স্থানীয় বাশের কাঠামো দ্বারা মাত্র তিন মাসের মধ্যে তৈরী করেছিল সাতটি চুড়া । জাতীয় স্মৃতিসৌধ দেখতে পিরামিডের মত নয় ; বরং বাকানো পিরামিডের মত দেখতে ! এই ইফেক্টটি তৈরী করা হয়েছে প্রত্যেকটি বাকানো অংশগুলো একের পর এক সাজিয়ে । দেখে মনে হয় এগুলো এলোমেলোভাবে একটির পর একটি বসানো হয়েছে । প্রকৃতপক্ষে এগুলো এলোমেলো নয় ! বরং এই ভিজ্যুয়াল ইফেক্ট তৈরী করার জন্য খুব সুচাতুর ভাবে পরিকল্পনা অনুযায়ী একটার পর একটা সাজানো হয়েছে ।