কেউ কেউ হয়ত বলবে যে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সাতটি চুড়া বাংলাদেশের সাত বীর শ্রেষ্ঠর প্রতিনিধিত্ব করে । আবার অনেকে হয়ত এ বিষয়ে দ্বিমত পোষন করে বলবে সাতটি চুড়ার দ্বারা বাংলাদেশের সাতটি বিপ্লবকে বুঝায় যেগুলো হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন , ১৯৫৪ , ১৯৫৮ , ১৯৬২ , ১৯৬৬ , ১৯৬৯ এর গণআন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ । এটার ব্যাখ্যা একেক জনের কাছে একেক রকম হতে পারে যেহেতু স্মৃতিসৌধটি সার্বজনীন । একটি মজার বিষয় হলো স্থানীয় বাশের কাঠামো দ্বারা মাত্র তিন মাসের মধ্যে তৈরী করেছিল সাতটি চুড়া । জাতীয় স্মৃতিসৌধ দেখতে পিরামিডের মত নয় ; বরং বাকানো পিরামিডের মত দেখতে ! এই ইফেক্টটি তৈরী করা হয়েছে প্রত্যেকটি বাকানো অংশগুলো একের পর এক সাজিয়ে । দেখে মনে হয় এগুলো এলোমেলোভাবে একটির পর একটি বসানো হয়েছে । প্রকৃতপক্ষে এগুলো এলোমেলো নয় ! বরং এই ভিজ্যুয়াল ইফেক্ট তৈরী করার জন্য খুব সুচাতুর ভাবে পরিকল্পনা অনুযায়ী একটার পর একটা সাজানো হয়েছে ।