ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড যা সংক্ষেপ্তে আইএফআইসি ব্যাংক নামে পরিচিত। প্রথমে অবশ্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি নামে বেসরকারি খাতে একটি বিনিযয়োগ কোম্পানি হিসেবে কাজ শুরু করে এটি। সেটা ১৯৭৬ সালের অক্টোবর মাসে। এই কোম্পানি শুরুতে মধ্যপ্রাচ্যেও দেশগুলোতে একক এবং যৌথভাবে বিনিয়োগ ও অর্থসংস্থান ব্যবসা পরিচালনা করে। এটি ২৪ জুন ১৯৮৩ তারিখে ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড নাম নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা শুরু করে। বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান পদে রয়েছেন এবং এম.শাহ আলম সরোয়ার ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। শুরুতে আইএফআইসি ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ১ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১০০ মিলিয়ন টাকা। পরিশোধিত মূলধন প্রাথমিক পর্যায়ের ৭১.৫ মিলিয়ন টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৯৮৬ সালে ৮০ মিলিয়ন টাকায় উন্নীত হয়। বর্তমানে বাংলাদেশ সরকার ব্যাংকটির ৩২.৭৫ শতাংশ শেয়ারের মালিক। ডিরেক্টর ও অন্যান্য পৃষ্...