Skip to main content

Posts

Showing posts from 2020

নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ জনাব সালমান এফ রহমানের

ঢাকা-১ আসনের (দোহার নবাবগঞ্জ) সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছেন। তার নিজস্ব তহবিল থেকে তিনি প্রায় সাড়ে ১২ হাজার প্যাকেট বিতরন করবেন দোহার উপজেলার ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে। প্রতিটি প্যাকেটে থাকবে ১০ কেজি চাল, তিন কেজি ডাল, ৫ লিটার তেল, ২ কেজি লবন, ৫ কেজি আটা ও ঔষধ। এর পাশাপাশি দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২২ টি কমিউনিটি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই, জীবাণুনাশক স্প্রে, সাধারণ মানুষের জন্য জরুরী ঔষধ ও সাড়ে ১৭ হাজার মাস্ক বিতরন করা হবে এই তহবিল থেকে। বিতরন শুরু হবে রোববার থেকে।

নারী উন্নয়নে ভালো অবস্থানে বাংলাদেশ

সম্প্রতি সালমান এফ রহমান বলেছেন নারী উন্নয়নে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। ঢাকার দোহারের মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ উপহার দিয়েছেন, আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বাংলাদেশের উন্নয়ন। তার বলিষ্ঠ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বের অনেক দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। নারীদের উন্নয়নেও তিনি অনেক কাজ করে যাচ্ছেন। তার সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে নারী উন্নয়নে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। অনুষ্ঠানে সালমান এফ রহমান উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন‘অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতি বছর বার্ষিক র‌্যাংকিং করে থাকে। সে জরিপে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপালসহ যেকোন দেশের তুলনায় এগিয়ে।’ সালমান এফ রহমান এই এলাকার (দো...