Skip to main content

Posts

Showing posts from May, 2014

বা্ংলাদেশের দর্শনীয় স্থান

জনস্ংখ্যার ঘনত্বের দিক থেকে বা্ংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল একটি দেশ। কিন্তু তারপরেও বা্ংলাদেশের বেশিরভাগ মানুষ একতাবদ্ধ হয়ে সুখ ও শান্তিতে বসবাস করে। বা্ংলাদেশের রাজধানী ঢাকা এব্ং বন্দর নগরী চট্রগ্রাম হল সবচেয়ে বেশী জনবহুল এব্ং সর্বদা এখানে ভিড়ের পরিমাণ বেশি। অপরদিকে গ্রামের পরিবেশ খুবই শান্ত ও নিরিবিলি। বা্ংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ী এলাকা ছাড়া সমস্ত দেশ প্রায় সমতল এলাকা। এছাড়া বা্ংলাদেশ চারিদিকে নদী দ্বারা বেষ্টিত। এব্ং এসব নদীগুলো বা্ংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ অ্ংশে বঙ্গোপসাগরে এসে মিশেছে। বা্ংলাদেশের ভৌগলিক অবস্থানের আরেকটি সুবিধা হলো এখানে আসা যেকোন দেশের দর্শনার্থীদের জন্য অনেক সুবিধাজনক। অতি সহজে এব্ং খুব দ্রুত এখানে যাতায়াত-এর ব্যবস্থা আছে। সকল দেশের দর্শনার্থীদের জন্য বর্তমানে বা্ংলাদেশ খুবই জনপ্রিয়। পার্বত্য চট্রগ্রাম এলাকার মানুষের সুন্দর ব্যবহার এব্ং সুখ-শান্তিতে বসবাস সুন্দর চট্রগ্রামকে আরো সুন্দর আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ও জনপ্রিয় করে তুলেছে। বা্ংলাদেশ একটি কৃষি-নির্ভর দেশ। এখানে আছে দীর্ঘ সুন্দরবন, দীর্ঘতম সুন্দরবন, রয়েল-বেঙ্গল টাইগার এ্ং আরো অ...