জনস্ংখ্যার ঘনত্বের দিক থেকে বা্ংলাদেশ হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল একটি দেশ। কিন্তু তারপরেও বা্ংলাদেশের বেশিরভাগ মানুষ একতাবদ্ধ হয়ে সুখ ও শান্তিতে বসবাস করে। বা্ংলাদেশের রাজধানী ঢাকা এব্ং বন্দর নগরী চট্রগ্রাম হল সবচেয়ে বেশী জনবহুল এব্ং সর্বদা এখানে ভিড়ের পরিমাণ বেশি। অপরদিকে গ্রামের পরিবেশ খুবই শান্ত ও নিরিবিলি।
বা্ংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ী এলাকা ছাড়া সমস্ত দেশ প্রায় সমতল এলাকা। এছাড়া বা্ংলাদেশ চারিদিকে নদী দ্বারা বেষ্টিত। এব্ং এসব নদীগুলো বা্ংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ অ্ংশে বঙ্গোপসাগরে এসে মিশেছে।
বা্ংলাদেশের ভৌগলিক অবস্থানের আরেকটি সুবিধা হলো এখানে আসা যেকোন দেশের দর্শনার্থীদের জন্য অনেক সুবিধাজনক। অতি সহজে এব্ং খুব দ্রুত এখানে যাতায়াত-এর ব্যবস্থা আছে। সকল দেশের দর্শনার্থীদের জন্য বর্তমানে বা্ংলাদেশ খুবই জনপ্রিয়। পার্বত্য চট্রগ্রাম এলাকার মানুষের সুন্দর ব্যবহার এব্ং সুখ-শান্তিতে বসবাস সুন্দর চট্রগ্রামকে আরো সুন্দর আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ও জনপ্রিয় করে তুলেছে।
বা্ংলাদেশ একটি কৃষি-নির্ভর দেশ। এখানে আছে দীর্ঘ সুন্দরবন, দীর্ঘতম সুন্দরবন, রয়েল-বেঙ্গল টাইগার এ্ং আরো অনেক বিদেশী প্রাণী। এছাড়াও এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির বানর, হায়েনা, কালো ভাল্লুক, বনমানুষ এব্ং বেজি। দুর্লভ প্রজাতির সরীসৃপ সামুদ্রীক কাছিম, কচ্ছপ, অজগর এব্ং আরো বিভিন্ন প্রজাতির সাপ এখানে পাওয়া যায়।
বা্ংলাদেশে প্রায় ৬০০ প্রজাতির পাখি আছে। শীতকালে যখন উত্তরাঞ্চলীয় দেশ থেকে ওইদেশের পাখিগুলো আমাদের দেশে আসে তখন এর স্ংখ্যা আরো বৃদ্ধি পায়।
বা্ংলাদেশের আবহাওয়া খুবই আরামদায়ক। এখানকার জলবায়ু প্রায় ২৮-৩২ ডিগ্রি সে:সি: এর মধ্যে থাকে। শীতকালে এই তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি সে:সি: এ নেমে আসে। জুলাই মাসে বর্ষকাল আসে ভিন্নমাত্রা নিয়ে। বা্ংলাদেশের বৃষ্টির যেন এক নিজস্ব সৌন্দর্য্য আছে। সর্বোপরি , বা্ংলাদেশ ভ্রমন এব্ং বসবাসের জন্য চমৎকার একটি দেশ।
বা্ংলাদেশ সত্যিই একটি চরম সুন্দর একটি দেশ। এখানে ভ্রমনের জন্য প্রচুর সুন্দর স্থান আছে। এসব প্রত্যেক স্থানেরই একটি নিজস্ব সৌন্দর্য এব্ং ঐতিহাসিক কোন ঘটনা আছে। সঠিক ও যথাযথ রক্ষণাবেক্ষণ এব্ং প্রচার বা্ংলাদেশকে অতি সহজে বিশ্বের মধ্যে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
Related articles:
Five good things about Bangladesh
10 things to do in Dhaka
বা্ংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ী এলাকা ছাড়া সমস্ত দেশ প্রায় সমতল এলাকা। এছাড়া বা্ংলাদেশ চারিদিকে নদী দ্বারা বেষ্টিত। এব্ং এসব নদীগুলো বা্ংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ অ্ংশে বঙ্গোপসাগরে এসে মিশেছে।
বা্ংলাদেশের ভৌগলিক অবস্থানের আরেকটি সুবিধা হলো এখানে আসা যেকোন দেশের দর্শনার্থীদের জন্য অনেক সুবিধাজনক। অতি সহজে এব্ং খুব দ্রুত এখানে যাতায়াত-এর ব্যবস্থা আছে। সকল দেশের দর্শনার্থীদের জন্য বর্তমানে বা্ংলাদেশ খুবই জনপ্রিয়। পার্বত্য চট্রগ্রাম এলাকার মানুষের সুন্দর ব্যবহার এব্ং সুখ-শান্তিতে বসবাস সুন্দর চট্রগ্রামকে আরো সুন্দর আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ও জনপ্রিয় করে তুলেছে।
বা্ংলাদেশ একটি কৃষি-নির্ভর দেশ। এখানে আছে দীর্ঘ সুন্দরবন, দীর্ঘতম সুন্দরবন, রয়েল-বেঙ্গল টাইগার এ্ং আরো অনেক বিদেশী প্রাণী। এছাড়াও এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির বানর, হায়েনা, কালো ভাল্লুক, বনমানুষ এব্ং বেজি। দুর্লভ প্রজাতির সরীসৃপ সামুদ্রীক কাছিম, কচ্ছপ, অজগর এব্ং আরো বিভিন্ন প্রজাতির সাপ এখানে পাওয়া যায়।
বা্ংলাদেশে প্রায় ৬০০ প্রজাতির পাখি আছে। শীতকালে যখন উত্তরাঞ্চলীয় দেশ থেকে ওইদেশের পাখিগুলো আমাদের দেশে আসে তখন এর স্ংখ্যা আরো বৃদ্ধি পায়।
বা্ংলাদেশের আবহাওয়া খুবই আরামদায়ক। এখানকার জলবায়ু প্রায় ২৮-৩২ ডিগ্রি সে:সি: এর মধ্যে থাকে। শীতকালে এই তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি সে:সি: এ নেমে আসে। জুলাই মাসে বর্ষকাল আসে ভিন্নমাত্রা নিয়ে। বা্ংলাদেশের বৃষ্টির যেন এক নিজস্ব সৌন্দর্য্য আছে। সর্বোপরি , বা্ংলাদেশ ভ্রমন এব্ং বসবাসের জন্য চমৎকার একটি দেশ।
বা্ংলাদেশ সত্যিই একটি চরম সুন্দর একটি দেশ। এখানে ভ্রমনের জন্য প্রচুর সুন্দর স্থান আছে। এসব প্রত্যেক স্থানেরই একটি নিজস্ব সৌন্দর্য এব্ং ঐতিহাসিক কোন ঘটনা আছে। সঠিক ও যথাযথ রক্ষণাবেক্ষণ এব্ং প্রচার বা্ংলাদেশকে অতি সহজে বিশ্বের মধ্যে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
Related articles:
Five good things about Bangladesh
10 things to do in Dhaka
Comments
Post a Comment