Skip to main content

Posts

Showing posts from August, 2014

নর্থব্রুক হল

নর্থব্রুক হল নির্মিত হয়েছিল তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুকের ঢাকা সফরকে স্মরনীয় করে রাখার জন্য। তাঁর নামেই এর নামকরণ করা হয়েছিল। স্থানীয় জমিদার এবং ধনীদের অর্থায়নে নির্মিত নর্থ ব্রুক হলের নির্মান কাজ শেষ হয় ১৮৭৯ সালে। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে অতুলনীয় সৌন্দর্য্যের অধিকারী এই নর্থব্রুক হল নির্মিত হয়েছিল মুগল এবং উপনিবেশিক স্থাপত্য বৈশিষ্ট্যের মিশেলে। নজরকাঁড়া লাল রঙের কারনে আরেক নাম হয় ‘লাল কুঠি’। নর্থব্রুক হলটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল। পরবর্তীতে ১৮৮২ সালে টাউন হলটিকে একটি পাবলিক লাইব্রেরিতে রূপান্তর করা হয়, এর নাম ছিল ‘নর্থব্রুল হল লাইব্রেরী’। বিলেত থেকেও বই আনা হয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লাইব্রেরীর অনেক সংগ্রহ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। লাইব্রেরীর পাশাপাশি এখানে ‘জনসন হল’ নামে একটি ক্লাবঘরও যোগ করা হয়েছিল।

নিলয় ও শখ অভিনীত বাংলা চলচিত্র অল্প অল্প প্রেমের গল্প

নিলয় ও শখ মুলত মডেল। চলচিত্রে অভিনয় করেছেন কম। বাস্তব জীবনে রোমান্টিক সম্পর্ক ছিলো এই দুই তারকার। এখন আর নেই। তবে আসছে তাদের রোমান্টিক চলচিত্র 'অল্প অল্প প্রেমের গল্প'। ২৯ অগাস্ট সারাদেশে মুক্তি পাবে ছবিটি। ছবিটির পরিচালক সানিয়াত হোসেন। নিলয় ছোটবেলায় নাকি  হতে চেয়েছিলেন ডাক্তার।  কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও মার্কেট এক্সেস গ্রুপ আয়োজিত চলচ্চিত্রের নায়ক-নায়িকা খোঁজার ইভেন্ট সুপারহিরো সুপারহিরোইন-২০০৯  প্রতিযোগীতায় বিজয়ী হয়ে মিডিয়ায় হয়ে গেছেন নিয়মিত।  এবার মুক্তি পাচ্ছে তার ছবি 'অল্প অল্প প্রেমের গল্প'।  হতে পারে এই চলচিত্রের মধ্যে দিয়ে নিলয় চলচ্চিত্র মাধমে একটা পাকা অবস্থান করে নিবেন। নিলয় এক সাক্ষাৎকারে বলেছেন "একটা মুভি করেছিঃ অল্প অল্প প্রেমের গল্প। সেটা এখনো মুক্তি পায় নি। সেখানে আমি নিলয় নামের একটি চরিত্র করেছি। চরিত্রটা আমি যা তাই। তাই এই চরিত্রটাকে আমি অনেক পছন্দ করি।" ছবির নায়িকা সুপার মডেল শখ অন্য এক জায়গায় বলেছেন "দর্শকেরা নতুন এ ছবি দেখে মুগ্ধ হবেন। মিষ্টি প্রেমের গল্প বলতে যা বোঝায়, অল্প অল্প প্রেমের গল্প আসলে তা-ই।" ছব