
নিলয় ছোটবেলায় নাকি হতে চেয়েছিলেন ডাক্তার। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও মার্কেট এক্সেস গ্রুপ আয়োজিত চলচ্চিত্রের নায়ক-নায়িকা খোঁজার ইভেন্ট সুপারহিরো সুপারহিরোইন-২০০৯ প্রতিযোগীতায় বিজয়ী হয়ে মিডিয়ায় হয়ে গেছেন নিয়মিত। এবার মুক্তি পাচ্ছে তার ছবি 'অল্প অল্প প্রেমের গল্প'। হতে পারে এই চলচিত্রের মধ্যে দিয়ে নিলয় চলচ্চিত্র মাধমে একটা পাকা অবস্থান করে নিবেন।
নিলয় এক সাক্ষাৎকারে বলেছেন "একটা মুভি করেছিঃ অল্প অল্প প্রেমের গল্প। সেটা এখনো মুক্তি পায় নি। সেখানে আমি নিলয় নামের একটি চরিত্র করেছি। চরিত্রটা আমি যা তাই। তাই এই চরিত্রটাকে আমি অনেক পছন্দ করি।" ছবির নায়িকা সুপার মডেল শখ অন্য এক জায়গায় বলেছেন "দর্শকেরা নতুন এ ছবি দেখে মুগ্ধ হবেন। মিষ্টি প্রেমের গল্প বলতে যা বোঝায়, অল্প অল্প প্রেমের গল্প আসলে তা-ই।"
ছবিটি এক সাথে প্রায় ১০০টি হলে মুক্তি দেয়া হবে। এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শম্পা রেজা, কাবিলা, জয়শ্রী কর জয়া, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি ও শামীম।
সিনেমার পরিচালক সানিয়াত হোসেন বাংলাদেশের মিডিয়া ও বিজ্ঞাপনের জগতে অনেকদিন ধরে বিচরণ করছেন। বাংলালিংকের গত ছয় সাত বছরের প্রায় সব বিজ্ঞাপন পরিকল্পনা ও নির্মাণে সানিয়াত হোসেন ছিলেন সক্রিয়।
তারুন্যের প্রেম আর তারুন্যের দিপ্তি এই ছবির উপজীব্য। ছবির কাহিনী, ডায়লগ, গান, চিত্রগ্রহন সবকিছুতেই আজকের তরুনের স্পন্দন ও জীবনশৈলী ফুটে হয়েছে।
অল্প অল্প প্রেমের গল্প ছবির ফেইসবুক পেইজঃ OOPG Central
ট্রেলার
ছবির ট্রেলারঃ
Comments
Post a Comment