Skip to main content

Posts

Showing posts from May, 2015

নিয়ম লঙ্ঘন করে ঋণের উপর সুদ মওকুফ করছে জনতা ব্যাংক

এক তদন্ত অনুযায়ী জনতা ব্যাংক বিগত দুই বছরে নিয়ম ভঙ্গ করে ৩০ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এটা ঘটলো এমন সময় যখন সরকার জনগনের অর্থ বিনিয়োগ করে মুলধন পুঁজি করে অর্থনীতির পুনরুদ্ধারের চেষ্টা করছে। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের অধিকর্তাগন ঋনের উপর সুদ মওকুফ করলেন নিয়ম ভঙ্গ করে। সরকার ২০১৩ সালে ব্যাংকটিকে ৮১৪ কোটি টাকা মুলধন দিলেও ব্যাংকটিতে ১৬২০ কোটি টাকার মুলধনের ঘাটতি আছে । সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তদন্তে সনাক্ত হয়েছে যে বিগত বছর ব্যাংকটি ৩১৮ কোটি টাকার সাময়িক ঘাটতি ছিল। কেন্দ্রীয় ব্যাংকের সূত্ত্র অনুযায়ী সম্প্রতি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা   দ্বি-শিল্প ঋনের উপর ১০ কোটি টাকা সুদ মওকুফ করবে যা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদি বাংলাদেশ ব্যাংক অনুমোদন বাড়াতে অস্বীকার করে তাহলে অর্থমন্ত্রনালয়ের সুদ মওকুফ নীতি অনুসরন করে জনতা ব্যাংক সুদ মওকুফের সিদ্ধান্ত গ্রহন করতে পারে। সুদ মওকুফের নীতিমালা অনুযায়ী ব্যাংকের বোর্ড তহবিলের পুনরুদ্ধার খরচ নিশ্চিত করে ঋনের উপর সুদ মওকুফ করতে পারবে। তবে এ নীতি কোন ব্যাংককে আয় কমিয়ে সুদ মওকুফের   অনুমতি দেয়না । এর আগে জনতা ব্যাংক গ