আধুনিক পদ্ধতি ও বিদ্যুতায়ন আমাদের মত জনবহুল দেশের চাহিদাগুলো পূরণ করতে পারে। অথচ এগুলোর অভাবে বাংলাদশে রেলযোগাযোগ যথাযথভাবে বাবহৃত হচ্ছে না। একটি উন্নত নেটওয়ার্ক যেখানে দ্রুত ও কার্যকরীভাবে সর্বস্তরের যোগাযোগ রক্ষা করতে পারে সেখানে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ এর অপচয়। নতুন পদ্ধতি ও বিদ্দ্যুতায়ন এর দ্বারা সর্বোপরি গতি বৃদ্ধি ও উন্নত সেবার মাধ্যমে রেলওয়ে ক্ষেত্র যে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে তা পূরণ করা সম্ভব।
Building Board gauge ভিত্তিক নতুন নির্দেশনাগুলো
meter gauge তুলনায় যথেষ্ট উন্নত। এর সঠিক বাস্তবায়ন বাংলাদেশকে
Trans-Asian Railway(TAR) নেটওর্য়াকে সামিল হতে সাহায্য করবে। তাছাড়া সর্বোপরি গতি ও সেবা উন্নত করলে তা দেশের অর্থোনীতির জন্যও লাভজনক হবে।এর
ফলে মানুষকে শহর এর বাইরে থাকতে আগ্রহী হয়ে উঠবে যা ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাবে।
দ্রুত দেশের যেকোন জায়গায় যাওয়া সম্ভবভ হলে তা আমাদের মত দেশের জন্য তার বিপুল জনসংখ্যার যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।এছাড়া পর্যাপ্ত পরিমাণ ট্রেন পরিবেশ গতভাবে ও কম খরচে বিপুল পরিমাণ জনসংখ্যা ও পণ্য পরিবহনে সাহায্য করবে।হাইওয়েগুলো ও জরুরি,কিন্তু প্রায় সারাদেশে রেলওয়ে ব্যবস্থা যেহেতু আছেই সুতরাং এর উন্নয়্ন নতুন জমি খোজার চেয়ে সহজ হবে।
Comments
Post a Comment