দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে সরকার যখন নানারকম পদক্ষেপ গ্রহন করছে ঠিক তখনই সরকারের নানা রকম সিদ্ধান্তকে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে রমরমা যেমন সরকার মূলত গাইড নির্ভরতা কমাতে এবং ছাত্র ছাত্রীদের প্রকৃত মেধার বিকাশ ঘটাতেই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করে। কিন্তু হয়েছে হিতে বিপরীত।শিক্ষা প্রতিষ্ঠানগুলো সৃজনশীলতার নামে ছাত্র ছাত্রীদের পুরোপুরি গাইড নির্ভর করে তুলছে।কিছুদিন আগে ঢাকার এক শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীর সাথে কথা বলে চোখ কপালে উঠার মত অবস্থা হয়।কথা বলে জানা যায় তাদের কলেজের ইংরেজী ক্লাস নেয় ৪ জন শিক্ষক এবং প্রত্যেক শিক্ষক তাদের একটি করে গাইড কিনতে বলেছে। এক কথায় বলতে গেলে বাধ্যতামুলক করেছে।গাইড বই না নিয়ে আসলে ক্লাস থেকে বের করে দেয়ার ঘটনা ঘটছে হরহামেসা।প্রায় প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একই নিয়ম চলছে। প্রতিটি বিষয়ের জন্য ৪ থেকে ৫ টি করে গাইড অথবা রেফারেন্স বই কিনতে হচ্ছে। এতে শিক্ষক আর প্রতিষ্ঠানগুলো পাচ্ছে মোটা অঙ্কের কমিশন। আর কোচিং বাণিজ্য তাতো চলছে পুরোদমেই। প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসে পড়ানো হয়না বললেই চলে।কোচিং এর নামে ত...