Skip to main content

Posts

Showing posts from March, 2016

জহুরুল ইসলাম - বিশিষ্ট ব্যবসায়ী

জহুরুল ইসলাম বাংলাদেশের ব্যবসা এবং শিল্পের ধারণা পুনরায় সংজ্ঞায়িত করেছিলেন।  তিনি বাংলাদেশী ব্যবসা খাতের অধিপতি ছিলেন। ইতিহাসের পাতায় নিঃসন্দেহে তিনি বাংলাদেশের ব্যবসার জনক হিসেবে পরিচিত। ব্যবসা তার রক্তে মিশে ছিল যেহেতু তিনি একটি বনিয়াদি ব্যবসায়িক পরিবারে বংশোভূত ছিলেন। জহুরুল ইসলাম ১৯৬৪ সালে তার কোম্পানি ' ইসলাম গ্রুপ ' এর মাধ্যমে ব্যবসা খাতে প্রবেশ করেন ।  তারপর থেকে ইসলাম গ্রুপ প্রকৌশল , নির্মাণ , ট্রেডিং এবং এমনকি উ ৎ পাদন সহ বহুমাত্রিক বিভাগে বিস্তার লাভ করে।কোম্পানিটি ওষুধ , বস্ত্র , পাট , বিমান , সিরামিক , মিডিয়া , রিয়েল এস্টেট , অর্থ , নির্মাণ এমনকি অত্যাবশ্যকীয় শক্তি খাতেও মনোনিবেশ করে। জহুরুল  ইসলাম   তার নানারকম চিন্তার মাধ্যমে তিনি   বৈচিত্র্যপূর্ণ চিন্তার সামর্থ্য দেখিয়েছেন যা  তার প্রজন্মের কারও ছিলনা।তার অনন্য চিন্তা ধারা এবং নেতৃত্বের ফলসরূপ ইসলাম গ্রুপ বাংলাদেশের   শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানে পরিনত হয়। অধ্যবসায় মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাবলীর একটি; জহুরুল ইসলামের এই গুনটি ছিল।এটা স্বাভাবি