Skip to main content

Posts

Showing posts from April, 2018

বেক্সিমকো ফার্মার অগ্রযাত্রা

দেশের ওষুধ শিল্পের অন্যতম প্রধান প্রস্তুতকারী ও নেতৃস্থানীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সম্প্রতি হরমোন এবং স্টেরয়েড ওষুধ প্রস্তুতকারী কোম্পানি নুভিস্তা ফার্মা অধিগ্রহণ করেছে। বাংলাদেশের জন্য এটি উল্লেখযোগ্য মাইল ফলক কারন ওষুধ শিল্পের ইতিহাসে এই প্রথম স্থানীয় একটি কোম্পানি অন্য কোন কোম্পানিকে অধিগ্রহণ করলো। অধিগ্রহণের মাধ্যমে নুভিস্তা ফার্মার ৮৫ দশমিক ২২ শতাংশ শেয়ারের মালিক হল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ উপলক্ষে বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন যে কৌশলগতভাবে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ কারন দেশের ওষুধ শিল্পকে এগিয়ে নেবার প্রয়াসেই এটি করা হয়েছে। বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান যা ১৯৭২ সাল থেকে সুনামের সাথে ব্যবসা করে আসছে। শিল্পপতি সালমান এফ রহমানের নেতৃত্বে বেক্সিমকো গ্রুপে কাজ করেন একদল অভিজ্ঞ ও চৌকশ কর্মকর্তা যাদের সম্মিলিত প্রয়াসে কোম্পানিটি অধিকার করে নিয়েছে দেশের শীর্ষব্যবসায়ী প্রতিষ্ঠানের স্থান। কোম্পানিটি ১৯৭৬ সালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস গঠন করে এবং ওষুধ উৎপাদন শুরু করে। ১৯৮০ সাল থেকে বিদেশে ওষুধ রফতানি করে আসছে কোম্পানিটি...