নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়েছে তো অনেক আগে। অর্থনীতি ও আর্থসামাজিক বেশির ভাগ সূচকে বাংলাদেশ ইদানিং ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে। বিশ্বব্যাংক বলেছে প্রধান ১২টি সূচকের মধ্যে ১০টিতেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং অন্য নিম্ন আয়ের দেশের তুলনায় এগিয়ে গেছে বা যাচ্ছে। আর আইএমএফ এর মতে , একটি জনবহুল ও নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে প্রবৃদ্ধির সঙ্গে দারিদ্র্য কমানোকে সংযুক্ত করেছে , তা অত্যন্ত উল্লেখযোগ্য। একই সাথে বাংলাদেশের প্রাইভেট সেক্টর এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বেক্সিমকো গ্রুপের মতন প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতি ও আর্থসামাজিক অঙ্গনে অবদান রাখছে। গত দুই দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের যেকোনো সূচকের বিচারে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ১৯৯০-এর পর সার্বিকভাবে প্রবৃদ্ধিতে উন্নয়নশীল দেশের গড় হারের তুলনায় অনেক এগিয়েছে। দারিদ্র্যের হার অর্ধেক হয়ে গেছে। মেয়েদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের হার দ্রুত বেড়েছে , জনসংখ্যা , গড় আয়ু , শিশুমৃত্যুর হার , মেয়েদের স্কুলে পড়ার হার , সক্ষম দম্পতিদের জন্মনিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণের হার ইত্যাদি সামাজিক সূচকে বাংলাদেশ সমপর্যায়ের উন...