ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি সালমান এফ রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার বক্তব্যে দেন। সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন। তিনি দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান করার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। তাই কৃষিজমি রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ও এজন্য সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলা বিআরডিবির সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ মামুন, ফজলুর রহমান ফাউন্ডেশনের আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোহার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতারা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা প্রশাসন ভবনকে আ...