Skip to main content

Posts

Showing posts from January, 2021

প্রধানমন্ত্রীর কৃষি খাতে অবদান

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি সালমান এফ রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার বক্তব্যে দেন। সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন। তিনি দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান করার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। তাই কৃষিজমি রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ও এজন্য সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলা বিআরডিবির সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ মামুন, ফজলুর রহমান ফাউন্ডেশনের আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোহার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতারা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা প্রশাসন ভবনকে আ...

বাংলাদেশকে সর্বাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন চতুর্থ শিল্প বিপ্লব পরিবেশ রক্ষাকে কেন্দ্র করে ঘটছে। এই শিল্প বিপ্লবে সকল ধরনের শিল্পায়নে সর্বাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে। দেশে যদি গাড়ি তৈরির শিল্পায়ন করতে হয় তাহলে তা অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে একাত্ম হয়ে করতে হবে। ‘কার মার্কেট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে গাড়ি উৎপাদন যেতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে একাত্ম হয়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরির নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের যদি টেকসই শিল্প করতে হয় তাহলে অবশ্যই নতুন প্রযুক্তি হিসেবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে সরকারের যদি ভর্তুকিও দিতে হয় তাও দেওয়া উচিত বলে আমি মনে করি। গাড়ি উৎপাদনকারী দেশগুলো এখন পেট্রোল বা ডিজেলভিত্তিক প্রযুক্তি থেকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে যাচ্ছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, “আমরা এখনও গাড়ি তৈরিতে শুন্য অবস্থানে। তাই আমার কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস...