জয় বাংলা স্লোগান, কোনো ব্যক্তি বা দলীয় নয় - বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান। তার ভাষায় - আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়েই দেশের স্বাধীনতাকে আরও ত্বরান্বিত করেছিল। আমি আজ নিজেকে ভাগ্যবান মনে করি। আজকে আমার প্রস্তাবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সন্তান হিসেবে আমার পাশাপাশি আপনারাও ইতিহাসের একটি অংশ হিসেবে রইলেন। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। নবাবগঞ্জ উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি আরও বলেন আধুনিক উপ-শহর করতে আমি যে মাস্টার প্ল্যান করেছি তা অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হলে পাল্টে যাবে দোহার- নবাবগঞ্জের মানুষের জীবনযাত্রা। এবং আমূল পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থার। উপস্থিত সকলের উদ্দেশ্যে সালমা...