জয় বাংলা স্লোগান, কোনো ব্যক্তি বা দলীয় নয় - বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান। তার ভাষায় - আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়েই দেশের স্বাধীনতাকে আরও ত্বরান্বিত করেছিল। আমি আজ নিজেকে ভাগ্যবান মনে করি। আজকে আমার প্রস্তাবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সন্তান হিসেবে আমার পাশাপাশি আপনারাও ইতিহাসের একটি অংশ হিসেবে রইলেন। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
নবাবগঞ্জ
উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য
বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
সালমান এফ রহমান। তিনি আরও বলেন আধুনিক উপ-শহর করতে আমি যে মাস্টার
প্ল্যান করেছি তা অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন
করা হলে পাল্টে যাবে দোহার- নবাবগঞ্জের মানুষের জীবনযাত্রা। এবং আমূল
পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থার।
উপস্থিত সকলের উদ্দেশ্যে সালমান
এফ রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যেমন সোনার মানুষ চেয়েছিলেন।
তেমনি শেখ হাসিনার নেতৃত্বে যারা সরকারে রয়েছেন তারা দেশের উন্নয়নে আপ্রাণ
চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন
তার সেই স্বপ্ন তার সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বেই ধীরে ধীরে
উন্নতির সিঁড়ি এগিয়ে চলছে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। তিনি যেন তার
বাবার মতো দেশ ও জাতিকে উন্নত জীবন উপহার দিতে পারেন। সে হিসেবে শেখ
হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার সঙ্গে কাঁধে
কাঁধ মিলিয়ে আপনাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
তিনি বলেন,
জয়বাংলা স্লোগানকে যারা বিভিন্ন কারণে উচ্চারণ করতেন না। তাদের মনের ভেতর
যে কালো মেঘ ছিল আজ সংবিধানের মাধ্যমে কালো মেঘ কেটে সূর্যের আলো দেখা
দিয়েছে। তাই আজকে থেকে জয়বাংলা স্লোগান সকল শ্রেণি-পেশা মানুষের।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলার উন্নয়নের জন্য
যেকোনো আবদার করলে পূরণ করে দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের
প্রাণের দাবি ছিল গ্যাসের ব্যাপারটি। আশা করি, অতি শিগগিরই সেই সুবিধা
পাওয়া যাবে। কালিগঞ্জ নদীর পানি দূষণের ব্যাপারটিও তিনি বিশেষ ভাবে শিল্প
মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কী করণীয় তা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের
মতপার্থক্য থাকতে পারবে না। আলোচনার মাধ্যমেই সকল প্রকার নেতিবাচক
কর্মকাণ্ড দূর করে সংগঠন সমপ্রসারণ করতে হবে।
এ সময় আর বক্তব্য
রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী
লীগের আহ্বায়ক ও শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া
কিসমত। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য
আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দিন
মনজু প্রমুখ। এসময় শোল্লা ইউনিয়ন সহ উপজেলার ১১ হাজার ১৩ জনের মাঝে
টিসিবি’র স্বল্পমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন করেন। এ ছাড়াও দোহারের জয়পাড়া
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে
নিম্ন আয়ের ৫ শ’মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
করেন এমপি সালমান এফ রহমান।
Comments
Post a Comment