Skip to main content

শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানি

বাংলাদেশের বেসরকারি কোম্পানি বা কর্পোরেট হাউস গুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পণ্য উৎপাদন বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে, ভোক্তা শ্রেণী বাড়ছে। এখানে শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানির কথা উল্লেখ করা হলোঃ

স্কয়ার গ্রুপ
স্কয়ার গ্রুপ আজ একটি  সুপরিচিত প্রতিষ্ঠানের নাম। এটিই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি। কিন্তু এর যাত্রা ১৯৫৮ সালে কঠিন পরিস্থিতিতে হয়েছিল। নাম।স্কয়ার গ্রুপ আজ  শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয় এটি একটি সংঘঠন যা গত চার দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এর অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের ঔষধ শিল্পে শক্তিশালী নেতৃত্বের অবস্থানে অধিষ্ঠিত এবং বিশ্ব ঔষধ শিল্পেও এখন এটি একটি সুপরিচিত বর্তমানে স্কয়ার প্রসাধন, গার্মেন্টস, টেক্সটাইল, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য পণ্য, খাদ্যসামগ্রী, হাসপাতালসহ প্রায় সবখাতেই বিস্তৃতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। স্থানীয় ব্যবসা উন্নয়নের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে অবদান রাখছে এই কোম্পানি।স্কয়ার গ্রপের গড় বার্ষিক টার্নওভার ২০০মার্কিন  ডলার।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠা নিয়ে একটি লেখাঃ Samsung H. Chowdhury

বেক্সিমকো গ্রুপ
বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের বেসরকারি খাতের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। এছাড়াও বেক্সিমকো  আন্তর্জাতিক বাজারে চলমান বৃদ্ধির মাধ্যমে নিজেদের সুপরিচিত করে তুলেছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখছে। অত্যন্ত দক্ষ ভাবে বেক্সিমকো গ্রুপ নতুন প্রজন্মের জন্য  শিল্প প্রতিষ্ঠান নির্মাণ ও তা পরিচালনার ক্ষমতা সৃষ্টি করেছে। বেক্সিমকো পাটশিল্প, টেক্সটাইল, মৌলিক কেমিক্যাল ও ঔষধ শিল্প, সামুদ্রিক খাবার, রিয়েল এস্টেট ও নির্মাণ, প্রকৌশল, মিডিয়া, তথ্য প্রযুক্তি, ট্রেডিং এবং আর্থিক সেবাক্ষেত্রে অবদান রেখেছে। এর মধ্যে বেক্সিমকো ফ্যাশনস লিমিটের একটি ১০০% রপ্তানি ভিত্তিক গার্মেন্টস কারখানা সাভারে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত। এই প্রতিষ্ঠানগুলো নারীদের  কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবস্থানকে সুদৃঢ় করছে। বেক্সিমকো গ্রুপ ‘কর্পোরেট সোশ্যাল রিসপন্সিবিলিটি’ র মাধ্যমে দেশের সামাজিক ব্যবস্থায় অবদান রাখছে।

Good things about Bangladeshi companies including Beximco

প্রাণ গ্রুপ
প্রাণ গ্রুপ বাংলাদেশের অভ্যন্তরে একটি সুপরিচিত প্রতিষ্ঠান। প্রাণ গ্রুপ বাংলাদেশে  ১৯৮১ সালে যাত্রা শুরু করেছিল। প্রাণ গ্রুপ বর্তমানে খাদ্য ও পানীয় ব্র্যান্ডের এক অন্যতম সফল নাম। এটি বর্তমানে প্রায় ১০০ এর বেশী দেশে তাদের পন্য রফতানি করে থাকে। বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রাণ গ্রুপ ১৯৯৯ থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত প্রত্যেক বছর বাংলাদেশের শ্রেষ্ঠ রফতানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে। প্রাণ গ্রুপে প্রায় ২০ হাজারের অধিক শ্রমিক কর্মরত রয়েছে যা বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে।

আবুল খায়ের গ্রুপ
আবুল খায়ের গ্রুপ কোম্পানি  ১৯৭২ সালে এর যাত্রা শুরু করে। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি এর শাখা বৃদ্ধি করতে থাকে। বর্তমানে এর ১০টির বেশী অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এগুলোর মধ্যে আবুল খায়ের কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবুল খায়ের চা লিমিটেড,শাহ ডেইরি প্রডাক্ট লিমিটেড,আবুল খায়ের প্রোপার্টি লিমিটেড,আবুল খায়ের কর্পোরেশন লিমিটেড, আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড, আবুল খায়ের ইস্পাত লিমিটেড (রি-রোলিং),লিমিটেড গলন আবুল খায়ের,আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরী লিমিটেড,আবুল খায়ের শিপিং লিমিটেড অন্যতম।বর্তমানে আবুল খায়ের গ্রুপে প্রায় ২২০০০ শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে।আবুল খায়ের গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় ৩৬ বিলিয়ন টাকার বেশী।

Abul Khair Group of Companies
                                                           
ওয়ালটন
ওয়ালটন গ্রুপ একটি ট্রেডিং কোম্পানি হিসেবে ১৯৭৭ সালে এস এম নুরুল আলম রিজভী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী তিন দশক ধরে ওয়ালটন গ্রুপ ইস্পাত, টেক্সটাইল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল শিল্পে অসামান্য অবদানের মাধ্যমে সুপরিচিত একটি প্রতিষ্ঠানে পরিনত হয়। ওয়ালটন গ্রুপ  ২০০০ সালের প্রথম দিকে ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইস্পাত শিল্পে প্রবেশ করে। ২০০০ সাল থেকে ওয়ালটন বাংলাদেশে ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল শিল্প প্রসারিত করেছে এবং এই শিল্প ধীরে ধীরে ওয়ালটন গ্রুপের আয়ের  সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। বর্তমানে এই কোম্পানীতে প্রায় ১৬০০০ কর্মচারী রয়েছে।ওয়ালটন দেশের বাহিরেও তাদের পন্য রফতানি শুরু করেছে।ওয়ালটন বাংলাদেশে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে এর একটি শক্তিশালী প্রভাব রয়েছে।

Comments

Popular posts from this blog

Shaik Hasina, Salauddin Kader, Nizami and Tofayal

Shaik Hasina, Salauddin Kader, Nizami and Tofayal in the picture. Probably it was taken during a parliament session in the 1980s. 

Rangauti Resort, Moulobhibazar in Sylhet

Picture credit: Tanzeena Meher & Syed Fazlul Karim Mujahid