Skip to main content

ক্রিকেটারদের কাছ থেকে সরকারী কর্মকর্তাদের যা কিছু শিক্ষনীয়

বাংলাদেশের সরকারী কর্মকতাদের নিয়ে একটি সাধারন ধারনা প্রচলিত যে তারা অলস, র্দূনীতি পরায়ণ এবং সাধারণ মানুষকে হয়রান করতে ভালবাসে; হোক তারা ব্যাংকার, পুলিশ কর্মকর্তা বা সচিবালয়ের কর্মকর্তা। বাস্তবতা হলো সাধারন মানুষ সরকারী কর্মকতাদের মোটেও পছন্দ করে না। তারা প্রয়োজনীয় কাজগুলো এত সময় নিয়ে করে যে সাধারন মানুষ তাদের কাছে যেতে চায় না। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারেরা জনপ্রিয়। তারা দারিদ্রতা, দাঙ্গা হাঙ্গামা ও অসহনীয় যানজটের মাঝেও দেশবাসীকে আনন্দের সুবাতাশ এনে দেয়। তাদের আত্মত্যাগ, দৃঢ়তা এবং দেশের প্রতি ভালবাসা অতুলনীয়। সরকারি কর্মকর্তারা যদি ক্রিকেটারদের মতন হতেন তাহলে আনেক সমস্যা কমে যেত। যেমন...

পরিশ্রম
ক্রিকেটারেরা সব সময় নিজেদের অনুশীলনের মধ্যে রাখে এমনকি যখন কোন খেলা থাকে না। তারা নিজেদের দক্ষতা আরো বাড়ানোর জন্য কঠর পরিশ্রম করে। সব সরকারী র্কমকর্তাদের কঠোর পরিশ্রম করা উচিত যাতে করে তার নিজ নিজ কর্ম ক্ষেত্রে নিজেদের দক্ষতা আরো বাড়াতে পারে।

আনুগত্য
কোন ম্যাচ চলার সময় ক্রিকেটারেরা কখনও খেলা ছেড়ে মাঠ থেকে বের হয়ে আসে না। মাঠে প্রবেশ করে খেলার শেষ পর্যন্ত লড়ে যায়। এই সেদিন মাত্র ২২ বছরের মমিনুল হক টেষ্টে প্রচন্ড জ্বর নিয়েও টানা প্রায় ৬ ঘন্টা ব্যাট করল। সে জানতো সতীর্থ ও দেশের মানুষ চায় যে তাকে খেলে যেতে হবে এবং সে সেটা করেও ছিল। এটাই প্রমাণ করে তারা কাজের প্রতি কতটা আন্তরিক। সরকারী কর্মকর্তাদেরও ক্রিকেটারদের কাছ থেকে এরকম আন্তরিকতা শেখা উচিত।

চাপ সামলানোর দক্ষতা
বাংলাদেশের ক্রিকেটারদের চাপ সামলানোর দক্ষতা অসাধারণ। তারা দর্শকদের প্রবল প্রত্যশার চাপে প্রতিপক্ষের বিপক্ষে লড়ে কিন্তু কখনও সাহস হারায় না। তারা জানে একটা বাজে ম্যাচও দর্শকদের ভালবাসা ঘৃণায় পরিণত হতে পারে। বাজে মুহূর্তে তারা মাথা ঠান্ডা রাখে এবং বাজে ম্যাচেও ভাল কিছু করার চেষ্টা করে যায়। অন্যদিকে সরকারী কর্মকর্তারা সাধারণ মানুষের সাথে বাজে আচারন করে এমনকি সামান্য সমালোচনা হলেই কাজ করা থেকে বিরত থাকে।

বুদ্ধিমত্তা
ক্রিকেটারেরা হয়তো খুব উচ্চ শিক্ষিত নয় কিন্তু তার সরকারী কর্মকর্তাদের থেকে অনেক বুদ্ধিমান। যখন তার মিডিয়ার মুখোমুখি হয় তখন তারা অনেক আত্বমর্যাদার সাথে কথা বলে এবং বাজে মন্তব্য  করা থেকে বিরত থাকে। গর্বের সাথে একটা কথা বলা যেতে পারে যে তারা নিজেদের  ভুলের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপায় না। তারা অত্যন্ত দক্ষতার সাথে সমালোচনা সামলায়। বিদেশ সফরের সময় তারা জাতির সম্মানের কথা মাথায় রেখে সর্বোচ্চ ভাল আচারণ করে।

দেশাত্ববোধ
এটা ক্রিকেটারদের একটা মহৎ গুণ। তারা সবসময় দেশের জন্য খেলে এমনকি তার মিলিয়ন ডলারের আই,, পি, এল এর চুক্তি বাদ দিয়ে সবসময় দেশেকেই আগে প্রাধাণ্য দিবে। তারা টাকার জন্য খেলার পরির্বতে দেশের হয়ে খেলাটাকেই সম্মানজনক মনে করে। যতই টাকার লোভ দেখানো হোক না কেন তারা কখনও উদ্দেশ্যমুলোক ভাবে পরাজিত হবে না কারন তারা জানে যে তাদের জনগণের টাকায় পারিশ্রমিক দেয়া হয় এবং তারা তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করে।

এ কথা সত্য যে কিছু কিছু সরকারী কর্মকর্তা অত্যন্ত বুদ্ধিমান, দক্ষ এবং কাজের প্রতি দায়িত্বশীল। কিন্তু তাদের বেশীভাগই অসৎ, অলস ও কুমতলবী। যদি তাদেরও এই গুনগুলো থাকতো তাহলে দেশ আরও  উন্নত হতো, জনগণও উন্নত সেবা পেত ও তারাও জনগণের ভালবাসার পাত্রে পরিণত হতো।

What government officials need to learn from the cricketers

সরকারি কর্মচারীদের ক্রিকেটারদের কাছ থেকে কি শেখা উচিত



Comments

Popular posts from this blog

Shaik Hasina, Salauddin Kader, Nizami and Tofayal

Shaik Hasina, Salauddin Kader, Nizami and Tofayal in the picture. Probably it was taken during a parliament session in the 1980s. 

শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানি

বাংলাদেশের বেসরকারি কোম্পানি বা কর্পোরেট হাউস গুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পণ্য উৎপাদন বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে, ভোক্তা শ্রেণী বাড়ছে। এখানে শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানির কথা উল্লেখ করা হলোঃ স্কয়ার গ্রুপ স্কয়ার গ্রুপ আজ একটি  সুপরিচিত প্রতিষ্ঠানের নাম। এটিই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি। কিন্তু এর যাত্রা ১৯৫৮ সালে কঠিন পরিস্থিতিতে হয়েছিল। নাম।স্কয়ার গ্রুপ আজ  শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয় এটি একটি সংঘঠন যা গত চার দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এর অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের ঔষধ শিল্পে শক্তিশালী নেতৃত্বের অবস্থানে অধিষ্ঠিত এবং বিশ্ব ঔষধ শিল্পেও এখন এটি একটি সুপরিচিত বর্তমানে স্কয়ার প্রসাধন, গার্মেন্টস, টেক্সটাইল, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য পণ্য, খাদ্যসামগ্রী, হাসপাতালসহ প্রায় সবখাতেই বিস্তৃতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। স্থানীয় ব্যবসা উন্নয়নের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে অবদান রাখছে এই কোম্পানি।স্কয়ার গ্রপের গড় বার্ষিক টার্নওভার ২০০মার্কিন  ডলার। স্কয়ার গ্রুপের প্

History of Bangladesh's banking sector

The formally known ‘State Bank of Pakistan’ was renamed as ‘Bangladesh Bank’ right after Bangladesh’s independence. The Bangladesh Bank automatically became official foreign exchange reserve institute. It was too accountable for currency control, monitoring exchange and credit control. In the early 1970s, the government decided to permit foreign banks to continue their business and nationalize the local banks. In that very decade of 1970s, the primary concern of the government was to develop the country’s agricultural industry . This resulted in the Krishi Bank extending loans to more farmers. In the later decades, however, the county’s focus shifted to industrialization; resulting in various difficulties in the economic growth process. Lack of proper private activity guidelines and proper methods on loan giving were more significant of these problems. It was not until the late 1980s that these difficulties were being overcome and compensated for the agro sector. However the fin