Skip to main content

দুর্যোগের সময়ে

দুর্যোগ যেকোন সময়ে যেকোন স্থানে আঘাত হানতে পারে।এজন্য সবার প্রস্তুতি থাকাটা জরুরী।দুর্যোগের জন্য কয়েকটি জিনিস মৌলিক চাহিদার পুরন করার জন্য প্রস্তুত রাখা উচিত।

১. পানি
আপনি যদি তিনতি নিতীর কথা-অক্সিজেন ছাড়া তিন দিন, পানি ছাড়া তিন দিন, খাবার ছাড়া তিন সপ্তাহ-এই তিনটি নীতির কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি বুঝবেন পরিস্কার পানির কতটা গুরুত্ব।রান্না করতে, পান করতে এবং সাধারন স্যানিটেশনের জন্য পানি অপরিহার্য।পরিস্কার বোতলে আপনি পানি জমিয়ে রাখতে পারেন।যদি পর্যাপ্ত যায়গা থাকে তবে আপনি আরও বড় কোন কন্টেইনারের কথা ভাবতে পারেন।পানি বিশুদ্ধ করার জন্য হাতের কাছে কিছুটা ব্লিচ রাখতে পারেন।আট ফোটা ব্লিচ এক গ্যালোন পানি পরিশুদ্ধের জন্য যথেষ্ট।

২. সাময়িক বাসস্থান
দুর্যোগের কারনে বাসস্থান ধ্বংশ হয়ে গেলে সাময়িক বাসস্থানের প্রয়োজন হয়।এরকম পরিস্থিতে সহজে বহনযোগ্য ও স্থাপনযোগ্য সাময়িক বাসস্থান পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে এবং বাড়ি পূনঃর্নিমাণ না হওয়া পযর্ন্ত আশ্রয় প্রদান করে থাকে।

৩. খাবার যেগুলো রান্না করার প্রয়োজন নেই
খাবার ছাড়া একটি মানুষ তিন সপ্তাহ পযর্ন্ত বেচে থাকতে পারে।যখন দুর্যোগ আঘাত করে আপনি সেই খাবারগুলোই চাইবেন যেগুলো রান্না করার প্রয়োজন হয়না।এক্ষেত্রে পিনাট বাটার, টুনা মাছ, সিডস্‌, বাদাম, এমনকি মিলিটারিতে ব্যবহৃত MRE (পূর্বে প্রস্তুতকৃত খাবার) সবচেয়ে ভাল পছন্দ হতে পারে।শুকনো ফলমুল, গ্রানোলা বারস্‌ এবং জার্কি সহজে রাখা যায় এবং অনেকদিন টিকে থাকে।

৪. জালানী ও আলো
আপনার অবশ্যই জ্বালানীর প্রয়োজন হবে।রান্নার জন্য, তাপের জন্য বা গাড়ি চালানোর জ্বালানী প্রয়োজন।আপনি ৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জারে গ্যাসোলিন বা প্রোপেন মজুত করে হাতের কাছে রাখতে পারেন।প্রোপেন নিরাপদ।যদি সম্ভব হয় তাহলে আপনি কিছু কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করার জন্য মজুদ করে রাখতে পারেন।ফ্ল্যাশ লাইট, হারিকেন বা পর্যাপ্ত ব্যাটারীসহ চার্জার লাইট রাখতে ভূলবেন না।মোমবাতিও রাখতে পারেন তবে তার জন্য অবশ্যই দিয়াশলাই প্রয়োজন।


Comments

Popular posts from this blog

Shaik Hasina, Salauddin Kader, Nizami and Tofayal

Shaik Hasina, Salauddin Kader, Nizami and Tofayal in the picture. Probably it was taken during a parliament session in the 1980s. 

শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানি

বাংলাদেশের বেসরকারি কোম্পানি বা কর্পোরেট হাউস গুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পণ্য উৎপাদন বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে, ভোক্তা শ্রেণী বাড়ছে। এখানে শীর্ষস্থানীয় পাঁচ কোম্পানির কথা উল্লেখ করা হলোঃ স্কয়ার গ্রুপ স্কয়ার গ্রুপ আজ একটি  সুপরিচিত প্রতিষ্ঠানের নাম। এটিই দেশের শীর্ষস্থানীয় কোম্পানি। কিন্তু এর যাত্রা ১৯৫৮ সালে কঠিন পরিস্থিতিতে হয়েছিল। নাম।স্কয়ার গ্রুপ আজ  শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয় এটি একটি সংঘঠন যা গত চার দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এর অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের ঔষধ শিল্পে শক্তিশালী নেতৃত্বের অবস্থানে অধিষ্ঠিত এবং বিশ্ব ঔষধ শিল্পেও এখন এটি একটি সুপরিচিত বর্তমানে স্কয়ার প্রসাধন, গার্মেন্টস, টেক্সটাইল, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য পণ্য, খাদ্যসামগ্রী, হাসপাতালসহ প্রায় সবখাতেই বিস্তৃতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। স্থানীয় ব্যবসা উন্নয়নের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে অবদান রাখছে এই কোম্পানি।স্কয়ার গ্রপের গড় বার্ষিক টার্নওভার ২০০মার্কিন  ডলার। স্কয়ার গ্রুপের প্

Salman F Rahman and BEXIMCO – “Taking Bangladesh to the World”

From its founding in the 1970’s by two brothers with uncommon foresight and vision, Ahmed Sohail Fasiur Rahman and Ahmed Salman Fazlur Rahman, the BEXIMCO group has grown from being focused solely upon commodities trading to the largest private sector group in Bangladesh.  From real estate development to energy to aviation to textiles, the group has certainly touched lives.  With a diversified group of industries accounting for almost three quarters of Bangladesh’s gross domestic product (GDP), “Taking Bangladesh to the world” seems a more-than-fitting motto for thegroup.  In today’s climate of global business, it is not enough to be satisfied with success solely on the domestic level.  BEXIMCO is certainly not.  Even as Bangladesh’s biggest private sector employer, the group employs over 48,000 people worldwide and continues to grow.  Under the guidance of its gifted management, BEXIMCO has its sights on the international market.  The management team of each company work independentl