বিশ্ববাজারে দাম বাড়ায় তৈরি পোশাক কারখানায় ক্যাপটিভ পাওয়ারে গ্যাস সরবরাহ আগের দামে সম্ভব নয়। তাই খরচ হিসাব করে কতটা বেশি দামে কিনতে পারবেন ব্যবসায়ীরা, তা সরকারকে জানাতে বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
১১ অক্টোবরএফবিসিসিআই আয়োজিত বন্ডের মাধ্যমে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় আলোচনায় উঠে আসে, দক্ষিণ এশিয়ার মধ্যে বন্ডে বাংলাদেশের বিনিয়োগ সবচেয়ে কম। আবাসিকসহ সব খাতেই বিদ্যুৎ সংকটে আলো-আধারি খেলা চলছে। শিল্প খাতের উৎপাদনে সমস্যা প্রকট হচ্ছে। আর বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক শিল্পের সেসব কারখানা, যেগুলো ক্যাপটিভ পাওয়ার বা আমদানি করা গ্যাসে চলে।
এর মধ্যে নতুন করে দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিশ্ববাজারে ২৫ টাকার গ্যাস ৭৫ টাকা হয়েছে। এজন্য কতটুকু দাম বাড়ালে ক্ষতি হবে না, তা ব্যবসায়ীদের হিসাব করতে বলেন। এ সময় বন্ড মার্কেট বিনিয়োগের জন্য নিরাপদ বলেও জানান তিনি।
সেমিনারে বক্তারা বলেন, দেশের শিল্প অবকাঠামো উন্নয়ন কাজে শুধু ব্যাংকের বিনিয়োগে সম্ভব নয়। সেই সঙ্গে বন্ডে বিনিয়োগ প্রয়োজন।
Comments
Post a Comment