আজকের পৃথিবী বিশ্বায়নের খুটির উপর ভর করে দাড়িয়ে আছে । উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ এই বিশ্বায়নের সুতার মাধ্যমে একে অন্যের সাথে হাত মিলিয়ে আজ অবস্থান করছে । বিশ্বায়ন আমাদের যে সুযোগ-সুবিধা দেয় তা কি আমরা ঠিকমতো ব্যবহার করতে পেরেছি? খুব সম্ভবত না, কিন্তু সত্যি বলতে যতটুকু পেরেছি, তা আসলে অগ্রাহ্য করা যায় না । বাংলাদেশের সম্মানিত অর্থমন্ত্রী তার সম্মানিত কালে বাকী মন্ত্রীদের থেকে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। সেজন্য বাংলাদেশ বিশ্বায়নের এ যুগে তাল মিলিয়ে চলতে সমর্থ হয়েছে ।
Corporate Bangladesh এ এই বিষয়ে একটি লেখা হয়েছে। লেখকের ভাষায়ঃ " উন্নত যোগাযোগ প্রযুক্তি ও দ্রুততম যোগাযোগ ব্যবস্থার সাথে, বিশ্বায়ন কোটি কোটি মানুষের দুয়ারে পৌঁছে তাদের মুহূর্তের মধ্যে সবকিছু আদান-প্রদানের সামর্থ্য দিচ্ছে। এই বিস্ময় আমাদের সকল বাধাকে অতিক্রম করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পরেছে নতুন সম্পর্ক, সৌহার্দ ও সম্ভাবনার আলো নিয়ে । "
লেখক বিস্তারিত গবেষণা করেছেন এই বিষয়ে । তার মতে, বাংলাদেশ এর পূর্ণ সদব্যবহার করতে পেরেছে, যার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রেও অনেক উন্নতির জোয়ার এসেছে। তিনি বলেন, " বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের অর্থনীতির উপর নানা প্রভাব পরেছে । " বর্তমান বিশ্বের পথচালক প্রযুক্তি আমাদের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে । সীমান্তহীন বাণিজ্য ব্যবস্থা আমাদের দেশের জিডিপি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তির এ উন্নতি আমাদের বস্ত্র শিল্পকে যেমন নতুন দিগন্ত দান করেছে টিক তেমনই আমাদের রপ্তানী বানিজ্যকেও উন্নতির আলো দেখিয়েছে । নানাবিধ কারন যেমন, রপ্তানী, মূলধন, বিনিয়োগ ও কর্মস্থলের বৃদ্ধির কারনে আমাদের দেশে EPZ সহ অন্যান্য অঞ্চলেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে।"
অত্যাধিক জনসংখ্যার এ দেশে কর্মস্থলের অভাবে আগে প্রচুর মানুষ অনাহারে জীবনযাপন করত। কিন্তু বিশ্বায়ন এই আশীর্বাদ এই দেশের কোটি কোটি মানুষের আহারের পথ বের করে দিয়েছে । মানুষ আজ তার শ্রমের যথার্থ মূল্য দিয়ে নিজের ও তার পরিবারের চাহিদা মিটাতে পারছে । এ সম্ভব হয়েছে বিশ্বায়নের কল্যাণে। আমাদের দেশের সম্পদের পরিপূর্ণ ব্যবহার করার পথ আমাদের কাছে এনে দিয়েছে এই বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তি । আজ কেবল রপ্তানীর কাজে নয় তথ্য, জ্ঞান ও মানসিকতা আদান-প্রদানের কাজ করছে এই প্রযুক্তি । কেবল অর্থনীতিক নয় মানসিক, শারিরীক ও নৈতিক বিকাশেও এর ভূমিকা অনেক । বিশ্বায়ন সমগ্র পৃথিবীকে এক অটুট বন্ধনে আবদ্ধ করছে। আর এই বন্ধনে আমাদের সোনার বাংলাদেশও আজ বাঁধা আছে ।
মজার বিষয় হল যে, লেখক এ কথাও বলেছেন যে, বিশ্বায়নের কারণে বাংলাদেশ মানব উন্নয়নের সূচক হিসেবে প্রতীকৃত হয়েছে । আমরা আজ সঠিক পথে এগোচ্ছি তবে পথ সামনে অনেক বাকি ।
Corporate Bangladesh এ এই বিষয়ে একটি লেখা হয়েছে। লেখকের ভাষায়ঃ " উন্নত যোগাযোগ প্রযুক্তি ও দ্রুততম যোগাযোগ ব্যবস্থার সাথে, বিশ্বায়ন কোটি কোটি মানুষের দুয়ারে পৌঁছে তাদের মুহূর্তের মধ্যে সবকিছু আদান-প্রদানের সামর্থ্য দিচ্ছে। এই বিস্ময় আমাদের সকল বাধাকে অতিক্রম করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পরেছে নতুন সম্পর্ক, সৌহার্দ ও সম্ভাবনার আলো নিয়ে । "
লেখক বিস্তারিত গবেষণা করেছেন এই বিষয়ে । তার মতে, বাংলাদেশ এর পূর্ণ সদব্যবহার করতে পেরেছে, যার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রেও অনেক উন্নতির জোয়ার এসেছে। তিনি বলেন, " বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের অর্থনীতির উপর নানা প্রভাব পরেছে । " বর্তমান বিশ্বের পথচালক প্রযুক্তি আমাদের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে । সীমান্তহীন বাণিজ্য ব্যবস্থা আমাদের দেশের জিডিপি বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তির এ উন্নতি আমাদের বস্ত্র শিল্পকে যেমন নতুন দিগন্ত দান করেছে টিক তেমনই আমাদের রপ্তানী বানিজ্যকেও উন্নতির আলো দেখিয়েছে । নানাবিধ কারন যেমন, রপ্তানী, মূলধন, বিনিয়োগ ও কর্মস্থলের বৃদ্ধির কারনে আমাদের দেশে EPZ সহ অন্যান্য অঞ্চলেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে।"
অত্যাধিক জনসংখ্যার এ দেশে কর্মস্থলের অভাবে আগে প্রচুর মানুষ অনাহারে জীবনযাপন করত। কিন্তু বিশ্বায়ন এই আশীর্বাদ এই দেশের কোটি কোটি মানুষের আহারের পথ বের করে দিয়েছে । মানুষ আজ তার শ্রমের যথার্থ মূল্য দিয়ে নিজের ও তার পরিবারের চাহিদা মিটাতে পারছে । এ সম্ভব হয়েছে বিশ্বায়নের কল্যাণে। আমাদের দেশের সম্পদের পরিপূর্ণ ব্যবহার করার পথ আমাদের কাছে এনে দিয়েছে এই বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তি । আজ কেবল রপ্তানীর কাজে নয় তথ্য, জ্ঞান ও মানসিকতা আদান-প্রদানের কাজ করছে এই প্রযুক্তি । কেবল অর্থনীতিক নয় মানসিক, শারিরীক ও নৈতিক বিকাশেও এর ভূমিকা অনেক । বিশ্বায়ন সমগ্র পৃথিবীকে এক অটুট বন্ধনে আবদ্ধ করছে। আর এই বন্ধনে আমাদের সোনার বাংলাদেশও আজ বাঁধা আছে ।
মজার বিষয় হল যে, লেখক এ কথাও বলেছেন যে, বিশ্বায়নের কারণে বাংলাদেশ মানব উন্নয়নের সূচক হিসেবে প্রতীকৃত হয়েছে । আমরা আজ সঠিক পথে এগোচ্ছি তবে পথ সামনে অনেক বাকি ।
Comments
Post a Comment